Friday, August 29, 2025
HomeScrollফুটফুটে সন্তানের জন্ম দিলেন আথিয়া, উচ্ছ্বসিত রাহুল

ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আথিয়া, উচ্ছ্বসিত রাহুল

কলকাতা: প্রতীক্ষার অবসান, দুজন থেকে তিনজন হলেন আথিয়া-রাহুল (KL Rahul-Athiya Shetty Child)। ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আথিয়া শেট্টি। বাবা হয়ে উচ্ছ্বসিত কেএল রাহুল। নতুন অতিথির আগমনের কথা নিজেরাই জানালেন তারকা দম্পতি। সোমবার রাত ৮ টা ২০ মিনিট সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আথিয়া শেট্টি জানান, তাঁদের কন্যাসন্তান হয়েছে। সঙ্গে লেখা আছে, ‘২৪ মার্চ, ২০২৫।’

আরও পড়ুন: আসছে ‘চাঁদনি বার’-এর সিকুয়েল!

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রীর আলাপ হয়েছিল। ফ
বন্ধু থেকে তারা একে অপরের সঙ্গে পথচলা শুরু করেন। ২০২৩ সালে সাতপাকে বাঁধা পরেন রাহুল এবং আথিয়া। ২০২৪ সালের নভেম্বরে ইনস্টাগ্রামে রাহুল-আথিয়া জানান যে ২০২৫ সালে তাঁদের পরিবারে নয়া সদস্য আসতে চলেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আগেভাগেই ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। সোমবার আইপিএলে দিল্লির প্রথম ম্যাচের রাহুল দলে না থাকার পরই মনে করা হচ্ছিল যে সুখবর আজ আসতে চলেছে। সোমবার রাতে তাদের ঘরে এল ফুটফুটে কন্যা সন্তান। সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। শুভেচ্ছায় ভেসে গিয়েছেন তারকা দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা আডবানি, শানায়া কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, ঋদ্ধিমা কাপুর, ভূমি পেডনেকর সহ বলিউড তারকারা।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News